আজ নতুন বই পাচ্ছে শিশুরা

আজ নতুন বই পাচ্ছে শিশুরা
নিউজ ডেস্কঃ নতুন বছরে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাসের রঙিন পাখা মেলেতে আর মাত্র কয়েকটি ক্ষণ বাকি। নতুন বইয়ের গন্ধ আর নতুন বছরের যাত্রার আনন্দ, এ দুটোই গত কয়েক বছর ধরে একই সাথে ধরা দিচ্ছে শিক্ষার্থীদের হাতে। শিক্ষামন্ত্রণালয়ের তথ্য মতে, এরই মধ্যে দেশের সবগুলো স্কুলে পৌঁছে গেছে নতুন বই। আর এসব নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে প্রস্তুত স্কুল কর্তৃপক্ষও। শুক্রবার সকালে রাজধানীর গভ. ল্যাবরেটরি স্কুলের মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের হাতে নতুন বই দিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে। প্রতি বছরের মতো জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে এবারো উৎসবের শুরু হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। আর উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে নতুন ক্লাসের নতুন বই হাতে পাওয়ার অপেক্ষায় স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, এবার সারাদেশে ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭'শ ২৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার বই দেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post