স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু গোল্ডকাপের গত আসরে মালয়েশিয়ার কাছে দু’দফা হেরেছিল বাংলাদেশ। একবার গ্রুপ পর্বে। অন্যবার ফাইনালে। এবারও গ্রুপ পর্বে মালয়েশিয়ানদের মুখোমুখি। প্রতিশোধ নেয়ার দারুন একটা সুযোগ পেয়েছিল মামুনুলরা। তবে সেটা কাজে লাগাতে ব্যর্থ হলো মারুফুল হকের শিষ্যরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করলো বাংলাদেশ। প্রথমে পিছিয়ে পড়লেও মিঠুন চৌধুরীর গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে পরিপূর্ণ ছিল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচটি। প্রথমার্ধে দুর্দান্ত খেলা উপহার দিয়েছিল দু’দল। শুধু হলো না গোলটিই। তবে দ্বিতীয়ার্ধে এসে পাল্টে যায় ম্যাচের চেহারা। খেলার ৫৫ মিনিটে প্রথমে মালয়েশিয়া গোল দিয়ে এগিয়ে যায়। এরপর ৭৭ মিনিটে মোহাম্মদ মিঠুন সেই গোলটি শোধ করে পরাজয় থেকে রক্ষা করেন বাংলাদেশকে। শেষ পর্যন্ত, খেলার ৯০ মিনিট শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হলো বাংলাদেশ এবং মালয়েশিয়াকে। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। একই গ্রপে নেপালেরও পয়েন্ট চার। যদিও গোল ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। মালয়েশিয়ার পয়েন্ট ২। আগের ম্যাচেও নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। দুই ম্যাচ হেরে শ্রীলংকার বিদায় নিশ্চিত হয়ে গেছে । সেমির লড়াইয়ে এখন টিখে থাকল বাংলাদেশ, নেপাল এবং মালয়েশিয়া। আগামী শুক্রবারই নির্ধারিত হবে সেমির সমীকরণ।