আইপিএল; সাকিব আবারও কলকাতা নাইট রাইডার্সের

আইপিএল; সাকিব আবারও কলকাতা নাইট রাইডার্সের
স্পোর্টস ডেস্কঃ আইপিএলে সাকিবের অভিষেক ২০১১ মৌসুমে। অভিষেকের পর থেকেই টাইগার এই অলরাউন্ডার ধীরে ধীরে হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ। কলকাতার দুইবার শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই এবারো সাকিবকে ২০১৬ মৌসুমের জন্য ধরে রেখেছে বলিউডের কিং খান খ্যাত শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স।  গতকাল ছিল আগামী মৌসুমের দল নির্বাচনের শেষ দিন। ২০১৬ মৌসুমের জন্য ১৫ ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা। আর বাকি ১০ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। তবে আইসিসি সুনীল নারিনকে নিষিদ্ধ করলেও দলে তাকে রেখেছে কলকাতা। এদিকে ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিলেও দিল্লি বিশ্বাস রাখতে পারেনি দলের বড় তারকা যুবরাজকে নিয়ে। আগামী মৌসুমে তাকে ছেড়ে দিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। এছাড়া আগামী মৌসুমে দল হারিয়েছে ম্যাথুউস, দিনেশ কার্তিক, স্টেইনের মত তারকা খেলোয়াড়রা।

Post a Comment

Previous Post Next Post