স্টাফ রিপোর্টারঃ অপ্রসস্থ সড়ক ও ত্রুটিপূর্ণ ট্রাফিক ব্যবস্থাপনার কারণে কুলাউড়ায় যানজট সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত দক্ষিণ বাজারস্থ মৌলভীবাজার বাসষ্ট্যান্ড থেকে মুক্তিযোদ্ধা সংসদের সম্মুখ পর্যন্ত গাড়ির লম্বা লাইন লেগেই থাকে। দূর থেকে যানজটের এই চিত্র দেখে চেনার মখদুর নেই। এটা কুলাউড়া না ঢাকার মালিবাগ মোড় যানজট নিয়ন্ত্রণ এর জন্য ৮জন ট্রাফিক পুলিশ থাকলেও তাদের কর্ম তৎপরতা সন্তোষজনক নয়। অনেককে ই মোবাইল ফোনে কথা বলা ও রাস্তায় দাঁড়িয়ে খোশ গল্প করতে দেখা যায়। তাছাড়া লাইসেন্সবিহীন গাড়ি ও অনবিজ্ঞ ড্রাইভারদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগও রয়েছে। যত্রতত্র গাড়িষ্ট্যান্ড রাস্তা দুপাশে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান ইচ্ছামতো রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা বিকল্প রাস্তা ব্যবহার না করাও যানজট সৃষ্টির অন্যতম কারণ। যানজটের কারণে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না হতে পারায় শিক্ষাদান ও গ্রহণ বিঘ্নিত হচ্ছে। আবার অনেকেই নিজ নিজ কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিত হতে পারছেন না। সচেতন মহলের ধারণা লক্কর-ঝক্কর মার্কা গাড়ি ট্রাফিক ব্যবস্থাপনায় অনিয়ম ও ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠা সিএনজি রিকশা ও ছোট গাড়ির ষ্ট্যান্ড এর কারণেই দিন দিন যানজট সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনাসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কুলাউড়া শহর যানজটের শহরে পরিণত হবে।