দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে-মৌলভীবাজারে পুলিশের আইজিপি

দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে-মৌলভীবাজারে পুলিশের আইজিপি
স্টাফ রিপোর্টার: পুলিশের আইজিপি একে এম শহীদুল হক বলেছেন দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এতে পুলিশ বাহিনীর সহযোগিতায় জনসাধারণ ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি ১৭ জানুয়ারী রোববার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মৌলভীবাজার জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। পুলিশের ডিআইজি সিলেট রেঞ্জ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী শামসুন্নাহার রহমান। আইজিপি তার বক্তব্যে আরো বলেন পুলিশ জঙ্গীবাদ মোকাবেলায় বদ্ধপরিকর। বিরোধী দলের গত আন্দোলন সংগ্রামের সময় জ্বালাও পোড়াও, পুলিশ হত্যার মতো ঘটনা পুলিশ সাহসের সাথে মোকাবেলা করেছে। সুস্থ্য ও সুন্দর পরিবেশ টিকিয়ে রাখতে পুলিশকে সহযোগিতা জনসাধারণকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ শাহজালাল। পরে আইজিপি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

Post a Comment

Previous Post Next Post