এয়ার কানাডা বিমানের জরুরি অবতরণের ঘটনায় গ্রেফতার ১

এয়ার কানাডা বিমানের জরুরি অবতরণের ঘটনায় গ্রেফতার ১
অনলাইন ডেস্কঃ এয়ার কানাডা বিমানের অস্বাভাবিক ঝাঁকুনির জন্য দায়ী করা হয়েছে আলবার্টা রাজ্যে এক বাসিন্দাকে। তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কানাডা পুলিশ এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। গত বুধবার এয়ার কানাডার বিমান জরুরি অবতরন করে ক্যালগরিতে। খবর এএফপির। প্রসঙ্গত, এয়ার কানাডার ফ্লাইট এসি১৩১২ দুশ যাত্রী নিয়ে চীনের সাংহাই থেকে টরেন্টোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু বিমানটি কানাডার আকাশ সীমায় আসার পর অস্বাভাবিক ঝাঁকুনির সৃষ্টি করে। পরে কানাডার ক্যালগরি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে বিমানের ২৩ যাত্রী আহত হয়। বিমানের ক্রু আহমেদ কোচি হিসেন-ওয়ারিমি নামের এক ব্যক্তি ওপর বিমানে অশান্তি সৃষ্টি করার অভিযোগ আনে। সে বিমানে উঠে ৬টি নিষেধাজ্ঞা ভঙ্গ করে। এতে বিমানের নিরাপত্তা বিপদের মুখে পড়ে।

Post a Comment

Previous Post Next Post