স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ৯টি কেন্দ্রের ভোট পুন:গণনার দাবি জানান বিএনপি মেয়র প্রার্থী। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা সাংবাদিকদের জানান। পৌর নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী, দু’বারের সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ ৫৬ ভোটে হার মানেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ্ব শফি আলম ইউনুছের কাছে। তবে তিনি নির্বাচনে ফলাফল ঘোষণার পর পরই রিটার্নিং অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু সেই অভিযোগটি গৃহিত হয়নি। এরপর থানায় জিডি করতে গেলে তাও নেয়নি পুলিশ। শেষতক প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগটি ই-মেইল করেন। কামাল উদ্দিন আহমদ জুনেদ অভিযোগ করেন, ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণার আড়াই ঘন্টা পর ৭নং ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়। অথচ এই ৭ নং ওয়ার্ডের ফলাফল ঘোষণার আগে তিনি ৩২২ ভোটে এগিয়ে ছিলেন। আর আড়াই ঘন্টা পর ব্যাপক কারচুপির মাধ্যমে ওই এক কেন্দ্রের ফলাফল দিয়েই পাল্টে দেয়া হয় পুরো নির্বাচনের ফলাফল। শুধু ৭নং ওয়ার্ড নয় এভাবে সবক’টি কেন্দ্রে পরিকল্পিতভাবে ব্যাপক কারচুপি করা হয়। ফলে তিনি এখন সবক’টি কেন্দ্রের ভোট পুন:গণনা দাবি করছেন। উল্লেখ্য এর আগে গত ৩১ ডিসেম্বর আওয়ামী লীগের মেয়র প্রার্থী একেএম শফি আহমদ সলমানও সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির অভিযোগ করেন।
