কুলাউড়ায় এনএসভি গ্রহীতা অবহিতকরন কর্মশালা

কুলাউড়ায় এনএসভি গ্রহীতা অবহিতকরন কর্মশালা
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্দোগে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষে সন্তষ্ট এনএসভি গ্রহীতা অবহিতকরন কর্মশালা ২৪ জানুয়ারী রোববার ব্রাহ্মনবাজার ইউপি হলরুমে অনুষ্টিত হয়। ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী পোগ্রাম এর আয়োজনে ও এন জেন্ডার হেলথের মায়ের হাসি প্রজেক্টের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান রফিক আহমদের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা বিভাগের এমসিএইচ ডাঃ সুলতান আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধূসুধন পাল চৌধুরী। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় সহকারী পরিচালক হুমায়ুন কবীর ও ডাঃ নাসরিন জামান, মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক ডাঃ রইস উদ্দিন আহমদ, কনসালটেন্ট ডাঃ ওমরওল আজাদ,এন জেন্ডার পোগ্রাম অফিসার অলিউল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল হাসিম, সীমান্তিক ম্যানেজার জুমেল আহমদ শাহীন। বক্তারা বাল্য বিবাহ রোধ, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু হ্রৃাসে সকলের প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদ্ধতি গ্রহন করে পরিকল্পিত পরিবার গঠনে এবং ভবিষ্যৎ প্রজম্মের স্বার্থে জনসংখ্যা নিয়ন্ত্রনে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post