নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। আহত হয়েছেন আরো একজন। ভোর ৫টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ৪৫ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন জানান, ভোরে আব্দুল গণি ও রইস উদ্দিন নামে দু'জন গরু আনার জন্য শালঝোড় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের ঝুলোলী ক্যাম্পের টহল দল তাদের আটক করে। তাদের ওপর নির্যাতন চালালে ঘটনাস্থলেই আব্দুল গণি মারা যান। গুরুতর আহত অবস্থায় পালিয়ে আসেন রইস উদ্দিন। এ বিষয়ে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
