পিনাকের সেঞ্চুরিতে সিরিজ জিতলো বাংলাদেশ

পিনাকের সেঞ্চুরিতে সিরিজ জিতলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে ১১৪ রানের বড় জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলেকে ১৭১ রানে বিধ্বস্ত করেছে বাংলাদেশে অনুর্ধ্ব-১৯ দলের যুবারা। দলের পক্ষে ১০৯ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন পিনাক ঘোষ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ব্যাট করতে নেমে অপেনার সাঈফ হাসান ব্যক্তিগত ৫ রান করে আউট হলেও দলের পক্ষে দারুণ সূচনা এনে দেন অপর অপেনার পিনাক ঘোষ। ইমলাচের হাতে রান আউটের শিকার হওয়ার আগে ১৩৫ বলে ১০৯ রান করেন তিনি। পিনাক সাজঘরে ফিরে গেলে নাজমুল হোসাইন শান্ত ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেন। নাজমুল ৭৯ রানে আউট হলেও ৫৪ রানে অপরাজিত থাকেন মিরাজ। এরপর নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়রাজ শেখ ২১ ও জাকির হাসান ৪ রান করে সংগ্রহ করেন। ক্যারিবীয়দের পক্ষে আলজেরি জোসেফ সর্বোচ্চ ২টি উইকেট নেন। এছাড়া ম্যকয় ও কিমো পাউল ১টি করে উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে ৩০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা। রানা-শাওনদের বোলিং তোপে ৪৯.৩ ওভার ব্যাট করে ১২৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে কিমো পাউল সর্বোচ্চ ২৫ ও গিড্রন পোপে ২৩ রান করেন। বিপরীতে বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান রানা ও সালেহ আহমেদ শাওন সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দীন ২টি, সাঈদ সরকার ও আরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন। এ জয়ের ফলে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। ১০৯ রানের ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন পিনাক ঘোষ।

Post a Comment

Previous Post Next Post