কুলাউড়া প্রশাসনের ভুমিকম্প সচেতনতা বিষয়ক মহড়ার প্রস্তুতি সভা


কুলাউড়া প্রশাসনের ভুমিকম্প সচেতনতা বিষয়ক মহড়ার প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলায় বৃহস্পতিবার ভুমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া সফল করার লক্ষে ২৬ জানুয়ারী মঙ্গলবার উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক প্রস্তুতি সভা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম এর সভাপতিত্বে ও সদস্য সচিব পিআইও মোহাম্মদ আব্দুল হাই খানের পরিচালনায় পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়েছে। সভায় দেশব্যাপী একযোগে ভুমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া সকাল ১১টায় উপজেলা পর্যায়ে কুলাউড়া এনসি স্কুল মাঠে কুলাউড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রদর্শনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান ও ইউনিয়ন পর্যায়ে মহড়া করে জনগনকে সচেতন করে তোলার জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় উপজেলার বিভিন্ন ঝুকিপুর্ন স্থাপনা নির্ধারন করে ৩ মাসের মধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে রিপোর্ট দেয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও ফায়ার সার্ভিসকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ভুমিকম্প সচেতনতা বিষয়ক প্রশিক্ষন প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওলাপনা ফজলুল হক খান সাহেদ, ওসি মোঃ শামসুদ্দোহা পিপিএম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কৃষি কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ, উপজেলা প্রকৌশলী আবুল হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, কুলাউড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হোসেন ও লিডার এমদাদুল হক,প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ, ইউসিসিএ চেয়ারম্যান ফজলুল হক ফজলু, ওয়াফের নির্বাহী পরিচালক আব্দুল মালিক, কাদিপুর ইউপি চেয়ারম্যান (ভারঃ) মানিক আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post