কুলাউড়ায় শ্বশুড় বাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু

কুলাউড়ায় শ্বশুড় বাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় শ্বশুড় বাড়ীতে জামাতা আরিফ আহমদ (৩০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামে মন্নান মিয়ার বাড়ীতে এ ঘটনাটি ঘটে। তবে শ্বশুড়বাড়ীর লোকজন দাবি করছেন তাদের জামাই আরিফ আহমদ (৩০) গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেন। স্থানীয় লোকজন জানান, শরীফপুর ইউনিয়নের নমৌজা এলাকার ছোয়াব উল্যাহর ছেলে আরিফ আহমদ তার শ্বশুড় বাড়ী চুনঘর গ্রামে থাকেন। তার স্ত্রী নাসিমা বেগম চট্রগ্রামে গার্মেন্টে শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে আরিফ আহমদ শ্বশুড় বাড়ীর ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে শ্বশুড় বাড়ীর লোকজন বেলা ২টায় তাকে মুমূর্ষু আবস্থায় উদ্ধার করে আরিফকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে মন্নান মিয়ার পরিবারের লোকজন উধাও হয়ে গেছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সামছুদ্দোহা পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post