মৌলভীবাজারে শীতকালীন পিঠা উৎসব

মৌলভীবাজারে শীতকালীন পিঠা উৎসব
হোসাইন আহমদঃ মৌলভীবাজার নিউক্লিয়াস কোচিং সেন্টারের উদ্দ্যোগে আজ বৃহস্পতিবার শাহ্ মোস্তাফা রোডস্থ কোচিং সেন্টারে বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে ছাত্র-ছাত্রীদের হাতের তৈরী বিভিন্ন জাত পিঠার ডালি সাজানো হয়। তন্মধ্যে ছিল নুনতা সন্দেশ, গুড় সন্দেশ, পাটি সাপ্টা, পব, খেজুর পিঠাসহ অন্যান্য উপাদেয় উপকরণ যাহা, রসনা বিলাসিদের দৃষ্টি আকর্ষণ করে। সেন্টারের পরিচালক মোঃ উমর ফারুক টিপুর সভাপতিত্বে ও সহকারী পরিচালক তোফায়েল আহমদ এর পরিচালনায় উৎসবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আব্দাল মাহবুব কোরেশি, ইম্পিরিয়েল কলেজের কো-অর্ডিনেটর মোঃ সিতাব আলী, নির্বাহী পরিচালক মোঃ শাহীন মিয়া ও হোসাইন আহমদ। এছাড়া উৎসবে আরো উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের শিক্ষক ওবায়দুল ইসলাম ইমন, মাছুম আহমদ, হাবিবুর রহমান, মাহফুজ আহমদ, শিক্ষিকা নৌশিন তাবাচ্ছুম ও সুমিনা বেগম প্রমখ। উৎসবে ছাত্র-ছাত্রী, অবিভাবক ও বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন। উৎসব মুখর পরিবেশে বাংলার হারিয়ে যাওয়া এই উৎসব পালন করা হয়।

Post a Comment

Previous Post Next Post