নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান এর নেতৃত্বে মঙ্গলবার কুলাউড়া রেলওয়ে স্টেশনে মোবাইল কোটের্র অভিযান পরিচালনা করে সিদ্দিক মিয়া(৩৫) নামে গাজা ব্যবসায়ীকে আটক করে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে বিক্রির উদ্দেশ্যে গাজা সংরক্ষণের দায়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তিনগাঁও নিবাসী মতি মিয়ার ছেলে সিদ্দিক মিয়া(৩৫) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১)এর ৭(ক) ধারায় ০৬ (ছয়) মাসের বিণাশ্রম কারাদন্ড প্রদান ও তার সাথে থাকা আনুমানিক ৩০ গ্রাম গাজা জব্দ করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় অংশ নেন কুলাউড়া জিআরপি থানার এসআই বিষ্ণুপদ বর্মন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র দেব,অফিস সহায়ক রুবেল আহমদ, পিয়ারআলী, আব্দুর রহমানসহ জিআরপি পুলিশ ফোর্স।
