স্পোর্টস রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে এগিয়ে চলছে কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (সিপিএ) আয়োজিত দ্বিতীয় বিভাগ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষের পথে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। ২০ ডিসেম্বর পর্যন্ত প্রথম রাউন্ডে জয় পেয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠেছে ১৯টি ক্লাব। ক্লাবগুলো হলো জগন্নাথপুর কিশোর সংঘ, ফ্রেন্ডস ক্লাব বরমচাল, প্রতাবী ক্রিকেট ক্লাব, মীরশংকর ক্রীড়াচক্র, আমরাই তরুণ স্পোর্র্টিং ক্লাব বনগাঁও-১, চতুরঙ্গ যুব সংঘ (সাদা), মিকি স্মৃতি সংসদ সোনাপুর, রবিরবাজার রয়েলস, বীর মুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ, বন্ধন স্পোর্টিং ক্লাব বরমচাল, প্রগতিশীল স্পোর্টিং ক্লাব, কর্মধা ইউনিয়ন একাদশ, এমএম ক্রিকেট ক্লাব, কনফিডেন্ট ক্রিকেট ক্লাব, ইউনিটি ক্লাব ব্রাহ্মণবাজার, ইয়াং স্টার ব্রাহ্মণবাজার সবুজ, ঠিকানা ক্লাব (এ), ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট ক্লাব ও ইলেভেন স্টার ক্লাব উত্তর কুলাউড়া।
