কুলাউড়ায় ‘জনগণের মুখোমুখি’ পৌর নির্বাচনের প্রার্থীরা

কুলাউড়ায় ‘জনগণের মুখোমুখি’ পৌর নির্বাচনের প্রার্থীরা
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ‘জনগণের মুখোমুখি’ হলেন না তিন মেয়র এবং অধিকাংশ কাউন্সিলর প্রার্থী। সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার পৌর নির্বাচনে মেয়র, কাউন্সিলর প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের ডাকবাংলো চত্বরে সুজনের কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের উপজেলা কমিটির সম্পাদক বদরুল হোসেন খাঁন। অনুষ্ঠানে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এ কে এম সফি আহমদ সলমান এবং বিভিন্ন ওয়ার্ডের আটজন কাউন্সিলর ও ২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী অংশ নেন। তবে বিএনপির মেয়র পদপ্রার্থী কামাল উদ্দিন আহমদ, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী শফি আলম ইউনুছ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোঃ. মুহিবুর রহমান এলেন না। এছাড়া অধিকাংশ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীরাও আসেননি। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন সমস্যার বিষয়ে ভোটারদের প্রশ্নের জবাব দেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পৌরসভাকে দুর্নীতিমুক্ত রাখা ও ভোটের ফলাফলকে মেনে নেওয়ার অঙ্গীকার করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ চন্দ্র সরকার, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ছাদিক আহমদ ও সম্পাদক জওহরলাল দত্ত প্রমুখ। মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ জানান, একটি জানাজাতে অংশগ্রহণ করায় অনুষ্ঠানে আসতে পারিনি। শফি আলম ইউনুছ প্রচারণায় ব্যস্ত থাকায় অনুষ্ঠানে আসেননি বলে তিনি জানান । মোবাইলে যোগাযোগের চেষ্টা করে মুহিবুর রহমানকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, কুলাউড়া পৌরসভায় মেয়র পদে চারজন, ৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Post a Comment

Previous Post Next Post