জামিন পেলেন ক্রিকেটার শাহাদাত

জামিন পেলেন ক্রিকেটার শাহাদাত
স্পোর্টস ডেস্কঃ গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। সেইসঙ্গে তাকে কেন নিয়মিত জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে সরকারকে। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে উল্লেখ থানায় সাধারণ ডায়েরি করেন শাহাদাত হোসেন। এদিকে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় শাহাদাতকে জাতীয় দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Post a Comment

Previous Post Next Post