কুলাউড়ায় আচরনবিধি লংঘনের দায়ে জরিমানা

জরিমানা
তারেক হাসান: কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরনবিধি লংঘনের দায়ে ৪জন কাউন্সিলার প্রার্থীকে জরিমানা করা হয়েছে। গতকাল ২১ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ওয়ার্ড কাউন্সিলার পদ প্রার্থী সেলিম খানকে ৭হাজার, মঞ্জুর আলম খোকন ৭হাজার, আজিজুর রহমান খোকন ৭হাজার, মুরাদ আহমদ ২হাজার টাকাসহ মোট ২৩হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালানা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আখন্দ ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমান।
উল্লেখ্য, গত ২০ডিসেম্বর রোববার রাতে ৩মেয়র পদ প্রার্থী ও ৯কাউন্সিলর পদ প্রার্থীকে ৫৭হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আচরন বিধি লংঘনের দায়ে আওয়ামী লীগ প্রার্থী একেএম সফি আহমদ সলমান ২হাজার টাকা, বিএনপি প্রার্থী কামাল আহমদ জুনেদ ৫হাজার টাকা, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোঃ শফি আলম ইউনুছকে ৫হাজার টাকা এবং কাউন্সিলর প্রার্থী মোঃ মুরাদ আহমদকে ৫হাজার টাকা, হারুনুর রশীদকে ৫হাজার টাকা, রুমান আহমদকে ৫হাজার টাকা, মোঃ আলমাছ পারভেজ তালুকদারকে ৫হাজার টাকা, আব্দুল মতলিব খোকনকে ৫হাজার টাকা, শামীম আহমদ চৌধুরীকে ৫হাজার টাকা, মোঃ মুস্তাককে ৫হাজার টাকা, ইকবাল আহমদ শামীমকে ৫হাজার টাকা ও বেবী বেগম চৌধুরীকে ৫হাজার টাকাসহ মোট ৫৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Post a Comment

Previous Post Next Post