নিউজ ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো চা-বাগান শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্যক্রমের অনলাইন রিপোর্টিং ১০ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো। এর ফলে কুলাউড়ার ১২টি চা-বাগানের চিত্র স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন রিপোর্টিং সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে। জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. কামরুল ইসলাম কুলাউড়ার একটি চায়নিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটা এক মাইলফলক। এর মাধ্যমে যে যাত্রা শুরু হলো, তা ভবিষ্যতে বাংলাদেশের সব অঞ্চলের চা-বাগানের স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্যক্রমকে আরও এগিয়ে নেবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনলাইন রিপোর্টিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়ার ১২টি চা-বাগানের মাঝে একটি করে ল্যাপটপ ও ইন্টারনেট মডেম বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনীর আহমেদের সভাপতিত্বে ও সেভ দ্য চিলড্রেন কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ও জাতীয় পুষ্টিসেবার লাইন ডিরেক্টর ডা. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর ও জাতীয় পুষ্টিসেবার প্রোগ্রাম ম্যানেজার ডা. মওদুদ হোসেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সেভ দ্য চিলড্রেনের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের সিনিয়র অ্যাডভাইজর ডা. গোলাম মোদাব্বির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন পাল চৌধুরী, জাতীয় পুষ্টিসেবার প্ল্যানিং স্পেশালিস্ট ডা. মইনুল হক, সেভ দ্য চিলড্রেনের ট্যাকলিং চাইল্ডহুড ম্যালনিউট্রিশন প্রকল্পের ম্যানেজার ডা. হাসিনুল ইসলাম ও মেডিকেল অফিসার পাবলিক হেলথ নিউট্রিশন ডা. আবু বকর নাসের রাসু প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুলাউড়া উপজেলার গাজীপুর চা-বাগানের ব্যবস্থাপক কাজল মাহমুদ, সিরাজনগর চা-বাগানের ব্যবস্থাপক এম কে দেব রায়, ক্লিভডন চা-বাগানের ব্যবস্থাপক হাসিব মিয়া, লুয়াইউনি চা-বাগানের ব্যবস্থাপক রাফিউল আলম, আসগরাবাদ চা-বাগানের ব্যবস্থাপক ফরিদ আহমেদ চৌধুরী, রেহানা চা-বাগানের ব্যবস্থাপক মামুনুজ্জামান, মুরইছড়া চা-বাগানের ব্যবস্থাপক আলী সাজ্জাদ খান, বিজয়া চা-বাগানের ব্যবস্থাপক শাহাজাদা সোহাগ, রাঙ্গিছড়া চা-বাগানের ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান, কালিটি চা-বাগানের ব্যবস্থাপক রবিউল হাসান, মেরিনা চা-বাগানের ব্যবস্থাপক আমিনুর রহমান ও দিলদারপুর চা-বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে ৯ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সেভ দ্য চিলড্রেন যৌথভাবে চা-বাগানের সেবাদানকারী ও কম্পিউটার বিভাগের কর্মচারীদের দিনব্যাপী অনলাইন স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক রিপোর্টিংয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন।
