নিউজ ডেস্কঃ সফরের দ্বিতীয় দিন আজ (সোমবার) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির সঙ্গে বৈঠকে বসছে ফেসবুক প্রতিনিধিদল। সোমবার সকালেই বৈঠকটি বিটিআরসি কার্যালয়ে হতে পারে বলে সূত্রে জানা গেছে। ফেসবুকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ল’ এনফোর্সমেন্ট স্পেশালিস্ট বিক্রম লাংয়ে এবং পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহান এতে যোগ দেবেন। জানা গেছে, রোববার তিনটায় বৈঠকটি হবার কথা ছিলো। কিন্তু সফরকারি দল তাদের সূচির কিছু পরিবর্তন করে চলে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এর সঙ্গে বৈঠক করেন।
