কুলাউড়ায় যেসব কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে

কুলাউড়ায় যেসব কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে
নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভায় মোট ৯টি ভোটকেন্দ্রের ৪৭টি কক্ষে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন চলছে। উপজেলায় মোট ভোটার ১৮,১০০ জন। এর মধ্যে পুরুষ ৯,১৩৩ জন ও মহিলা ৮,৯৬৭ জন। 
কেন্দ্রগুলো হলো : ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ সোনাপুর, কুলাউড়া বন্যা শিবির-কুলাউড়া গ্রাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তরবাজার, সানরাইজ কেজি স্কুল মাগুরা, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় দক্ষিণ বাজার, জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়পাশা, আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয় দতরমুড়ি, নবীন চন্দ্র উচ্চবিদ্যালয় উছলাপাড়া এবং লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় লস্করপুর। ১ নং কেন্দ্র ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ, সোনাপুর ভোটকেন্দ্রে বিহালা, সাদেকপুর ও সোনাপুর এলাকার ভোটাররা ভোট দেবেন। এই কেন্দ্রে মোট ভোটার ১৬৭৯, এর মধ্যে পুরুষ ৮৪০ ও মহিলা ৮৩৯ জন। ২ নং কেন্দ্র কুলাউড়া বন্যা শিবির, কুলাউড়া গ্রাম ভোটকেন্দ্রে কুলাউড়া গ্রাম (আংশিক), দেখিয়ারপুর (আংশিক), পরিনগর ও বিছরাকান্দি এলাকার ভোটাররা ভোট দেবেন। এই কেন্দ্রে মোট ভোটার ১৯২৪, এর মধ্যে পুরুষ ১০১৫ ও মহিলা ৯০৯ জন। ৩ নং কেন্দ্র রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরবাজার ভোটকেন্দ্রে শুধু উত্তরবাজার এলাকার ভোটাররা ভোট দেবেন। এই কেন্দ্রে মোট ভোটার ১৮৮২, এর মধ্যে পুরুষ ১০০৭ ও মহিলা ৮৭৫ জন। ৪ নং কেন্দ্র সানরাইজ কেজি স্কুল, মাগুরা ভোটকেন্দ্রে শুধু মাগুরা এলাকার ভোটাররা ভোট দেবেন। এই কেন্দ্রে মোট ভোটার ১৬৬৭, এর মধ্যে পুরুষ ৮৩১ ও মহিলা ৮৩৬ জন। ৫ নং কেন্দ্র কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়, দক্ষিণ বাজার ভোটকেন্দ্রে দক্ষিণ বাজার ও দক্ষিণ রেলওয়ে কলোনির ভোটাররা ভোট দেবেন। এই কেন্দ্রে মোট ভোটার ১৭৬৪, এর মধ্যে পুরুষ ৮৭১ ও মহিলা ৮৯৩ জন। ৬ নং কেন্দ্র জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পাশা ভোটকেন্দ্রে জয়পাশা আংশিক এলাকার ভোটাররা ভোট দেবেন। এই কেন্দ্রে মোট ভোটার ২২৮৩, এর মধ্যে পুরুষ ১১৪১ ও মহিলা ১১৪২ জন। ৭ নং কেন্দ্র আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দতরমুড়ি ভোটকেন্দ্রে আলালপুর, কাছিমনগর, জয়পাশা, দতরমুড়ি ও লস্করপুর এলাকার ভোটাররা ভোট দেবেন। এই কেন্দ্রে মোট ভোটার ৩২৩১, এর মধ্যে পুরুষ ১৬২১ ও মহিলা ১৬১০ জন। ৮ নং কেন্দ্র নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়, উছলাপাড়া ভোটকেন্দ্রে উছলাপাড়া, কাছুরকাপন, চাতলগাঁও, বাদে মনসুর ও চানপুর এলাকার ভোটাররা ভোট দেবেন। এই কেন্দ্রে মোট ভোটার ২২৩৮, এর মধ্যে পুরুষ ১১২৮ ও মহিলা ১১১০ জন। ৯ নং কেন্দ্র লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লস্করপুর (আংশিক) ভোটকেন্দ্রে জগন্নাথপুর, মমরেজপুর ও লস্করপুর (আংশিক) এলাকার ভোটাররা ভোট দেবেন। এই কেন্দ্রে মোট ভোটার ১৪৩২, এর মধ্যে পুরুষ ৬৭৯ ও মহিলা ৭৫৩ জন।

Post a Comment

Previous Post Next Post