জয়রথ থামলো বার্সেলোনার

জয়রথ থামলো বার্সেলোনার
স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের জয়ের রাতে, ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে শীর্ষে থাকা কাতালানদের ঘাড়েই এখন নিঃশ্বাস ফেলছে, ২ পয়েন্ট কম নিয়ে দুই'য়ে থাকা অ্যাতলেতিকো। ঘরের মাঠে শুরু থেকেই দারুণ খেলতে থাকে ভ্যালেন্সিয়া। সেইসঙ্গে, নতুন কোচ গ্যারি নেভিলের ছোঁয়ায় যেন আরো উজ্জীবিত তারা। ভ্যালেন্সিয়ার রক্ষণভাগের সামনে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীর আক্রমণ বারবার মুখ থুবড়ে পড়েছে। তবে দ্বিতীয়ার্ধে খেলার ৫৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড গড়েন উরুগুয়ের তারকা সুয়ারেজ।কিন্তু, ৮৬ মিনিটে স্বাগতিক সমর্থকদের উৎসবের উপলক্ষ এনে দেন স্যান্টি মিনা। দারুণ এক গোলের সঙ্গে নতুন কোচকে ১ পয়েন্ট উপহার দেন এই ফরোয়ার্ড।

Post a Comment

Previous Post Next Post