স্পোর্টস ডেস্ক: পাঁচ পাঁচটি শিরোপা জয়ের বছরের শেষ ম্যাচে এসে স্পেনের দলগুলোর মধ্যে এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে লুইস এনরিকের দল। ঘরের মাঠ কাম্প নউয়ে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে রেকর্ডটি গড়ে বার্সেলোনা। এ বছর বার্সেলোনার মোট গোল হলো ১৮০টি, দারুণ এ্রই রেকর্ড গড়ে অসাধারণ একটি বছরের ইতি টানলো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ২০১৪ সালে ১৭৮টি গোল করে ওই রেকর্ড গড়েছিল। ১৭৬ গোল নিয়ে বুধবার রাতে বেতিসের বিপক্ষে খেলতে নামা বার্সেলোনার ইতিহাস গড়তে প্রয়োজন ছিল ৩টি গোলের। ৩০তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সে লক্ষ্যে এক ধাপ এগোয় তারা। তিন মিনিট বাদে মেসির ব্যবধান দ্বিগুণ করা গোলে রিয়ালকে স্পর্শ করে করে দলটি। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেসের নৈপুণ্যে নতুন করে রেকর্ডটি লেখে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। পরে সুয়ারেসের আরেকটি গোলে বড় জয়ের পাশাপাশি রেকর্ডটাও আরেকটু বাড়িয়ে নেয় বার্সেলোনা।