এম শাহবান রশীদ: কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী বেলায়েত হোসেন লাভলুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে ও কুলাউড়া থানার এসআই আনোয়ার এর সহযোগিতায় শনিবার (২৬ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ডে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে কাউন্সিলার প্রার্থী বেলায়েত হোসেন লাভলুর পক্ষে গাড়ীতে পোষ্টার লাগিয়ে প্রচারনা করার অপরাধে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
