কুলাউড়ায় ওসি মতিয়ারের স্থলাবিষিক্ত শামসুদ্দোহা পিপিএম

 কুলাউড়ায় ওসি মতিয়ারের স্থলাবিষিক্ত শামসুদ্দোহা পিপিএম
নিউজ ডেস্কঃ কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমানের স্থলাবিষিক্ত হলেন শামসুদ্দোহা পিপিএম। রোববার রাত সাড়ে ১১টায় তিনি কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তিনি জানান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আমাকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের নির্দেশনা দেন । নির্দেশনা পেয়ে আমি রাতেই যোগদান করি। নবাগত ওসি কিশোরগঞ্জ জেলার মৃত শমসের আলীর ছেলে। এর আগে গোয়েন্দা বিভাগের স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব পালন করেন। এছাড়াও আইনসৃক্সখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় পিপিএম পদক পেয়েছেন। নতুন ওসি যোগদানে কুলাউড়ার সর্বমহলে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে চোর-ডাকাতে উপদ্রবে নিমজ্জিত কুলাউড়া থানায় এখন স্বস্তি ফিরবে বলে সচেতন মহল আশা করছেন। কারণ নবাগত ওসি শামসুদ্দোহা এর আগে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করে ছিলেন।

Post a Comment

Previous Post Next Post