ফেসবুক খুলে দেয়ার দাবিতে জাবিতে মানববন্ধন

ফেসবুক খুলে দেয়ার দাবিতে জাবিতে মানববন্ধন
অনলাইন ডেস্ক: ফেসবুকসহ বন্ধ সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনারের পশ্চিমপাশের রাস্তায় আজ সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সরকারে প্রতি একটি লিখিত প্রতিবাদ বক্তব্য প্রদান করেন। এতে বলা হয়, ২০১৩ সালের ২রা ফেব্রুয়ারী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর ভিত্তি করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলন গড়ে ওঠে। শাহবাগে শুরু হওয়া ওই আন্দোলন একবিংশ শতাব্দীর প্রতিবাদের ভাষা গঠনের মাধ্যমকে বাংলাদেশে পরিচয় করিয়ে দেয়। লিখিত বক্তব্যে আরও বলা হয়, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যখন জনগনের কথা বলার জায়গা তৈরি করে দিয়েছে, তখন সরকার যাবতীয় সন্ত্রাসী কর্মকান্ডের উৎস হিসেবে চিহ্নিত করে এসব মিডিয়াগুলোর কণ্ঠরোধে তৎপর হয়ে উঠেছে। যার নগ্ন প্রকাশ ঘটেছে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় যেখানে ‘মিথ্যা ও অশ্লীল’, ‘নীতিভ্রষ্টতা’, ‘মানহানি’, ‘আইনশৃঙ্খলার অবনতি’, ‘রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি’, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ও ‘সংগঠনের বিরুদ্ধে উসকানি’-এ ধরনের অস্পষ্ট কিছু শব্দ ব্যবহার করে পুরো অনলাইন তৎপরতাকে যেকোন সময় অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যম হিসেবে উপস্থাপনের সুযোগ করে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল স্বাধীনচেতা রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা সরকারের এই দ্বার বন্ধ করে দিয়ে ‘ভ্রমরটারে রুখি’ সংস্কৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে অবিলম্বে জনগণের মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী সকল আইন বাতিল এবং অবিলম্বে বন্ধ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post