স্পোর্টস ডেস্কঃ যুব বিশ্বকাপের আগে সিলেট ভেন্যু পরিদর্শন করেছে আইসিসি'র প্রতিনিধি দল। পরিদর্শন শেষে আইসিসি'র ইভেন্ট ম্যানেজার স্টেডিয়ামের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বিসিবি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠকও করেন তারা। এ সময় পুলিশের পক্ষ থেকে টুর্নামেন্ট চলাকালীন নিশ্ছিদ্র নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হয়।
