মোঃ নাজমুল বারী সোহেলঃ শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জানিয়েছে সংবাদকর্মীদের শীর্ষ স্থানীয় সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিট। ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের ব্যবস্থাপনায় স্বাধীনতা সৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি এই শ্রদ্ধার্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক মন্ডলীর সভাপতি রফিকুল ইসলাম টিপু,আলাইন মহানগর আওয়ামীলীগের সভাপতি প্রবাসী লোকমান হোসেন আনু, প্রবাসি সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন, শহীদুল ইসলাম তনয়,সাধারণ সম্পাদক মো.নাজমুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক শরীফ আহমেদ,উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক হোসেন মনসুর, দৈনিক উত্তরপূর্বের কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস,সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য সুমন আহমেদ,সদস্য নাজমুল বারী সুহেল,জিয়াউল হক জিয়া, মাহফুজ শাকিল,ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তায়েফ মোহাম্মদ নিয়াজুল ইসলাম,সহ সম্পাদক সামছুল ইসলাম,ব্যবসায়ি আছকর আলী,আনোয়ার হোসেন,মহরম আলী প্রমূখ। উল্লেখ্য, আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই দিনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের একের পর এক হত্যা করা হয়। শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিক বেছে বেছে জাতির মেধাবী সন্তানদের হত্যা করে বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আলবদর, রাজাকাররা। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনীর চৌধুরী, ডা. আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এএনএম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিনসহ আরও অনেকে।
