ইব্রাহিমোভিচের জোড়া গোলে জিতলো পিএসজি

ইব্রাহিমোভিচের জোড়া গোলে জিতলো পিএসজি
স্পোর্টস ডেস্কঃ ফরাসি লিগ ওয়ানে অনেকটাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অ্যালিয়াঞ্জ রিভেইরায় নিসকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। দলের পক্ষে দুটি গোল করেন পিএসজির সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। এছাড়া ১টি গোল করেন উরুগুয়াইন তারকা এডিসন কাভানি। চলতি লিগে টানা ৯ ম্যাচ জয়ের পর গত মঙ্গলবার অ্যাঙ্গার্সের বিপক্ষে ০-০ গোলে ড্র করলে পিএসজির সেই জয়রথ থমকে দাঁড়ায়। কিন্তু সেটাও বেশিক্ষণ নয়। যেখানে ইব্রা-কাভানিদের জাদুস্পর্শে আবারো অপ্রতিরোধ্যতা ফিরে পেয়েছে ক্লাবটি। আর শুক্রবার রাতের জয়ের পর লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় শীর্ষস্থানধারীদের থেকে এখন ১৬ পয়েন্ট এগিয়ে আছে কোচ লরেন্ত ব্লঁর শিষ্যরা। এদিন নিসদের বিপক্ষে প্রথমার্ধের ৩৫ মিনিটের সময় ইব্রাহিমোভিচের বাড়িয়ে দেয়া বলে প্রথম গোলটি আদায় করেন কাভানি। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কাভানিও ঋণ পরিশোধ করতে চাইলেন। বল বাড়িয়ে দিলেন ইব্রাহিমোভিচের দিকে। কিন্তু তখনই ডি বক্সের ভেতরে ইব্রাকে বেআইনি ভাবে বাধা দেন নিসের খেলোয়ার হাল্ট। এতে করে রেফারি হাল্টকে লালকার্ড দেখিয়ে মাঠ ছাড়া করে। বিপরীতে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোলটি আদায় করেন ইব্রাহিমোভিচ। খেলার ৬৫ মিনিটের দিকে কোণাকোনি জায়গা থেকে শট নেন ইব্রাহিমোভিচ। গোলরক্ষক ইব্রার সেই জোরালো বলটিকে কোনো ভাবেই প্রতিহত করতে পারলেন না। ম্যাচের ১৩ মিনিট বাকি থাকতেই ইব্রাকে মাঠ থেকে সরিয়ে নেন কোচ লরেন্ত ব্লঁ। বাকি ১৩ মিনিটে ইব্রার হ্যাট্রিকটিও পূরণ হওয়ার যথেষ্টই সুযোগ ছিলো। কিন্তু তাতেও আক্ষেপ নেই এই সুইডিশ তারকার। কেননা শেষ পর্যন্ত নিস কোনো গোলের দেখা না পেলে ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠে ছাড়ে ফরাসি ক্লাবটি।

Post a Comment

Previous Post Next Post