নিউজ ডেস্কঃ আসন্ন পৌর নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। স্ব-স্ব দল থেকে একক প্রার্থী নির্ধারন করে প্রত্যয়নপত্রও প্রদান করা হয়েছে। তবে দলের মনোনয়ন পেয়ে সড়ে দাঁড়াচ্ছেন বিএনপির বর্তমান দুই মেয়র। নানা কারনে তারা নির্বাচন করবনেনা বলে জানিয়ে দিয়েছেন।
দলীয় মনোনীত প্রার্থীরা হলেনঃ-
- মৌলভীবাজার: জেলা সদর পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান ও বিএনপির থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মোঃ ফয়জুর করিম ময়ূন। তবে বিএনপির মনোনয়ন পাওয়ার পরও নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান মেয়র মোঃ ফয়জুর রহমান ময়ূন। তার পরিবর্তে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান। জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান বলেন, মেয়র পদে অলিউর রহমানের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়েছে। সেই বিএনপির প্রার্থী।
- কুলাউড়া: কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমদ জুনেদ, জাতীয় পার্টির (এরশাদ) দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর জাতীয় পার্টির সভাপতি মুহিবুর রহমান (লাল মাষ্টার)।
- বড়লেখা: বড়লেখা পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ফখরুল ইসলাম ও জাতীয় পার্টির (এরশাদ) দলীয় মনোনয়ন পেয়েছেন মীর মুজিবুর রহমান। তবে বিএনপির মনোনয়ন পাওয়ার পরও অসুস্থতার কারন দেখিয়ে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান মেয়র ফখরুল ইসলাম। তার পরিবর্তে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম।
- কমলগঞ্জ: কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন যুবলীগ নেতা জুয়েল আহমদ ও বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবু ইাহিম জমসেদ এবং জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন মোঃ রফিকুল আলম (লাঙ্গল)। দলীয় দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
