স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন থেকে বুধবার (০২ডিসেম্বর) এককোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তিসহ বদরুল ইসলাম (২৪) নামক এক যুবককে আটক করেছে র্যাব। জানা যায়, র্যাব-৯, সিপিসি-১, (সিলেট ক্যাম্প) এর এএসপি মাঈন উদ্দিন চৌধু রী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামে অভিযান চালায়। অভিযানকালে কয়েকশত বছরের পুরোনো এক কোটি টাকা মূল্যের একটি বিষ্ণু মূর্তিসহ মোঃ বদরুল ইসলাম (২৪) কে আটক করে। উদ্ধারকৃত বিষ্ণুমূর্তি ও গ্রেফতারকৃত আসামীকে কুলাউড়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বদরুল ইসলাম র্যাবের কাছে স্বীকার করে মাইজগাঁও গ্রামের বাসুদেব বাড়ীর মন্দির হতে উক্ত বিষ্ণুমূর্তিটি চুরি করে। উচ্চ মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে তার বসত ঘরে রাখে। এসব পুরাকীর্তিগুলো তারা একটি সংঘবদ্ধ দলের মাধ্যমে বিদেশে পাচার করতো বলেও সে জানায় ।
