নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ডায়রিয়া , নিউমোনিয়া ও বাল্য বিবাহ বিষয়ে শিশু ও পরিবারের মধ্যে গণসচেতনা সৃষ্ঠির লক্ষে বিশেষ অবদানের জন্য ইয়থ লিডারদের পুরষ্কার প্রদান করা হয়েছে। ২২ ডিসেম্বর’২০১৫ মঙ্গলবার কুলাউড়ার সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইয়ুথ লিডারদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন। ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত এভরিওয়ান ক্যাম্পইন প্রকল্পের আওতায় সেভ দ্যা চিলন্ডেন এর সহযোগীতায় এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী চোধুরী (রেকু মিয়া)। এভরিওয়ান ক্যাম্পইন প্রকল্পের জেলা সমন্বয়কারী বজলুর রশীদ এর পরিচালনায় অনুষ্ঠানে কি নোট উপস্থাপন করেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেক্সিমকো কোং লিমিটেডের সাবেক পরিচালক কামাল আহম্মেদ, মনু মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ইউনুস আহম্মেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সেলিনা বেগম, ইয়থ লিডার শুভপাল, আকরাম হোসেন, মোমেনা, লিপি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ইয়থ লিডার (যুবনেতা) মনি বেগম, মাষ্টার সরাফত উচ্চ বিদ্যালয়ের ইয়থ লিডার মো. জাহিদ হাসান, কর্মধা উচ্চ বিদ্যালয়ের ইয়থ লিডার জাহানারা ফেরদৌসী, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের ইয়থ লিডার মো. জসিম উদ্দিন ও রাজনগর উচ্চ বিদ্যালয়ের রাসেল মিয়াকে তাদের দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে মা ও শিশু মৃত্যু হ্রাসে সামাজিক ভাবে ভূমিকা রাখার জন্য ক্রেষ্ট প্রদান করা হয় এবং সকল ইয়ুথ লিডারদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য উপজেলার বিশটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে ডায়রিয়া, নিউমোনিয়া, পুষ্টি হীনতা ও বাল্য বিবাহ বিষয়ে শিশু ও পরিবারের মধ্যে গণসচেতনা সৃষ্ঠির লক্ষে এডভোকেন্সী, অভিভাবক সভা, খেলাধুলার আয়োজন, উঠান বৈঠক সহ বিভিন্ন কার্যক্রম অবলম্বন করে এ কর্মসুচি বাস্তবায়ন করা হয়।
