তীব্র শৈত্যপ্রবাহে স্বাগতম নতুন বছর

তীব্র শৈত্যপ্রবাহে স্বাগতম নতুন বছর
নিউজ ডেস্কঃ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলাসহ সিলেট অঞ্চলে মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ চলছে। এই শৈত্যপ্রবাহ আরো কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কর্মকর্তারা বলেছেন, এবছর শীত কিছুটা বিলম্বে শুরু হওয়ায় এখনো তীব্র শীত অনুভূত হয়নি। তবে নতুন বছরে জানুয়ারির মাঝামাঝি সময়ে তীব্র শৈত্যপ্রবাহের আশংকা রয়েছে। তবে ঠিক কবে থেকে এই তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলছেন, দেশের উত্তর-পশ্চিম থেকে সাইবেরিয়ার যে বাতাস আসে সেটি এবছর এখনো কম আছে। তবে জানুয়ারির মাঝামাঝি নাগাদ এটি বেড়ে যেতে পারে এবং সেসময় তীব্র শৈত্যপ্রবাহ দেখা যাবার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, তাপমাত্রা কম থাকলেও কুয়াশা কম থাকায় দিনের বেলা শীতের তীব্রতা খুব একটা বোঝা যাচ্ছে না। এ মৌসুমে শীত বিলম্বে শুরু হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবও কাজ করছে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের ভাষায়, তাপমাত্রা ১০-৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৮-৬ এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ এর নীচে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।  সে বিবেচনায় চলতি শীত মৌসুমে এখনও দেশের কোথাও তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়নি।

Post a Comment

Previous Post Next Post