কুলাউড়া পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্ধ; মেয়র: দলীয় ৩,স্বতন্ত্র ১, কাউন্সিলার: ৪৯, ১ কাউন্সিলার বিনা প্রতিদ্বন্দিতায়

কুলাউড়া পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্ধ;
এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া পৌর সভার আসন্ন নির্বাচনে অংশ গ্রহনকারী মেয়র-কাউন্সিলার ও মহিলা কাউন্সিলার প্রার্থীদের মধ্যে সোমবার প্রতীক বরাদ্ধ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসে রির্টানিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ প্রার্থীদের উপস্থিতিতে দলীয় প্রার্থীদের মধ্যে মেয়র পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক একেএম সফি আহমদ সলমান (নৌকা), বর্তমান মেয়র উপজেলা বিএনপি সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ (ধানের শীষ) ও পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ মুহিবুর রহমান লাল মাষ্টার (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শফি আলম ইউনুছ (নারিকেল গাছ) সহ ৪জনের মধ্যে প্রতীক বরাদ্ধ করেন।  এছাড়া কাউন্সিলার পদে প্রতীকপ্রাপ্তরা হলেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার ফয়জুর রহমান ফুল (উঠপাখী),সাবেক কাউন্সিলার ইউনুছ মিয়া (পাঞ্জাবী), জামাল আহমদ(ব্ল্যাকবোর্ড), লুকমান আহমদ (টেবিল ল্যাম্প), ফয়জুর রহমান গোলাপ (ডালিম), ২নং বর্তমান কাউন্সিলার কায়ছার আরিফ(টেবিল ল্যাম্প),আশরাফ উদ্দিন সাবু(ব্ল্যাক বোর্ড),রেজাউল করিম বিপ্লব(উঠপাখী),জাকির হোসেন(পাঞ্জাবী),৩নং বর্তমান কাউন্সিলার মনজুরুল আলম চৌধুরী খোকন(পাঞ্জাবী),আজিজুর রহমান(টেবিল ল্যাম্প),সাজিদ আলী(উঠপাখী),৫নং বর্তমান কাউন্সিলার শামছুল ইসলাম(টেবিল ল্যাম্প),সাবেক কাউন্সিলার মাহবুব আলম মাক্কু(পাঞ্জাবী),শারমিন আক্তার শিউলী(ডালিম),মুরাদ আহমদ(উঠপাখী),জহির খান(টেবিল ল্যাম্প),৬নং বর্তমান কাউন্সিলার জহিরুল ইসলাম খান(ডালিম),আফজল মিয়া(টেবিল ল্যাম্প),রাসেল আহমদ চৌধুরী(পাঞ্জাবী),এমএ রওশন(পানির বোতল),বেলায়েত হোসেন লাভলু(উঠপাখী),৭নং বর্তমান কাউন্সিলার শামীম আহমদ চৌধুরী(টেবিল ল্যাম্প),সাবেক কাউন্সিলার আব্দুল মতলিব খোকন(ব্রীজ),মোঃ মোশতাক(গাজর),হারুনুর রশীদ(পানির বোতল),আব্দুল বারী(ডালিম),রুমান আহমদ রুমেল(ব্ল্যাক বোর্ড),আব্দুল জব্বার বাবলু(উঠপাখী),আলমাছ পারভেজ তালুকদার(পাঞ্জাবী),৮নং বর্তমান কাউন্সিলার ইকবাল আহমদ শামীম(পানির বোতল),আব্দুল্লা আল মনি(টেবিল ল্যাম্প),আব্দুল হান্নান(উঠপাখী),সেলিম খান(পাঞ্জাবী),৯নং বর্তমান কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চ(উঠপাখী)ু,ইছরাব আলী(টেবিল ল্যাম্প),খন্দকার মুহিবুর রহমান মলাই(পানির বোতল)এবং মহিলা কাউন্সিলার আসন-১ (১,২,৩) বর্তমান কাউন্সিলার রাবেয়া বেগম(কাচি),নাসরিন আক্তার(গ্যাসের চুলা),শিউলি বৈদ্য(আঙ্গুর),আসন-২ (৪,৫,৮) রেহানা পারভীন(আঙ্গুর),আনোয়ারা বেগম(কাচি),আসন-৩ (৬,৭,৯) বেবী বেগম চৌধুরী(কাচি),সুলতানা বেগম(আঙ্গুর) ও দিলারা বেগম(মৌমাছি)। উল্লেখ্য মনোনয়ন দাখিলকারী ৪নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ২জনের মধ্যে জ্যুতিময় দেব রিপনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় অপর একমাত্র প্রার্থী বর্তমান কাউন্সিলার তানভীর আহমদ শাওন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বলে সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান।

Post a Comment

Previous Post Next Post