স্বামীর আসনে মনোনয়ন পেলেন সায়রা মহসিন

স্বামীর আসনে মনোনয়ন পেলেন সায়রা মহসিন
স্টাফ রিপোর্টার : আবেগেরই জয় হলো। স্থানীয় এবং প্রবাসী শুভানুধ্যায়ী ও নেতাকর্মীদের আবেগের প্রতি শ্রদ্ধা দেখালো আওয়ামী লীগ। সদ্য প্রয়াত রাজনীতিক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর পত্নী সৈয়দা সায়রা মহসিনই মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সভায় ২৫ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার শেষে শেখ হাসিনার নেতৃত্বাধীন বোর্ড এ সিদ্ধান্ত দেয়। গত ১৪ই সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ মহসীন আলী। তার শূন্য আসনে প্রার্থিতার প্রশ্নে মন্ত্রীর সহধর্মিণী জেলা মহিলা লীগের নেত্রী সায়রা মহসিনকে ঘিরে এক ধরনের আবেগ তৈরি হয়। যা কেবল তার আসন বা জেলা জুড়েই নয়, প্রবাসেও এর ঢেউ লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপক প্রচার পায়। তাকে মনোনীত করার মধ্য দিয়ে দলীয় প্রধানসহ সংশ্লিষ্টরা সেই আবেগকেই আসন্ন নির্বাচনে কাজে লাগানোর কৌশলই নিলেন বলে ধারণা করা হচ্ছে। যদিও ওই নির্বাচনে বিরোধী জোট বা দলের প্রার্থী কিংবা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা একবারেই ক্ষীণ। সরকার ও বিরোধী বেঞ্চে থাকা জাতীয় পার্টি আসনটি পেতে চেষ্টা চালাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি। ক্ষমতাসীর জোটের শরিক জাতীয় পার্টি নির্বাচনে একক প্রার্থী দিতে পারে। স্বতন্ত্রও লড়তে পারেন আগে নির্র্র্বাচন করার অভিজ্ঞতা আছে এমন দু’একজন। এরই মধ্যে তারা মাঠে নেমে পড়েছেন। তবে আওয়ামী লীগের কেউ যেন বিদ্রোহী হতে পারবে না সেই রাস্তা দলীয় প্রধানই বন্ধ করে দিয়েছেন। শেখ হাসিনার তরফে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। সূত্রের দাবি- মনোনয়ন প্রত্যাশী সবার কথা শুনেছেন প্রধানমন্ত্রী। দলে তাদের যথাযথ মূল্যায়নের আশ্বাসও দিয়েছেন। নিজ নিজ অবস্থান থেকে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। আগামী ৮ই ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। 
দলীয় মনোনয়নের দৌড়ে ছিলেন যারা: মনোনীত প্রার্থীসহ ২৫ জন মনোনয়ন আকাঙক্ষী ছিলেন। সেই তালিকায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, পুলিশের সাবেক এ আইজি সৈয়দ বজলুল করিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরুজ, সহ-সভাপতি আজমল হোসেন, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, জেলা শ্রমিক লীগের সভাপতি সৈয়দ মোফাচ্ছিল আলী, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদ আহমদ, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এমএ রহিম শহীদ সিআইপি, সাবেক ছাত্রনেতা প্রবাসী আবদুল মালিক তরফদার সুয়েব, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আহাদ চৌধুরী, পীযুষ কান্তি দেব প্রান্ত, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার আহমদ, সদর পৌর আওয়ামী লীগের সভাপতি এম আতাউর রহমান লোকমান, মৌলভীবাজার সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, আবুল হোসেন চৌধুরী, রাজিবুর রহমান রাজিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজ্জাদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ভিপি আব্দুল মতিন ও সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ রেজাউর রহমান সুমন।

Post a Comment

Previous Post Next Post