‘ইত্যাদি’তে আঞ্চলিক ভাষায় মাহফুজ ও তারিনের প্রেম

‘ইত্যাদি’তে আঞ্চলিক ভাষায় মাহফুজ ও তারিনের প্রেম
বিনোদন ডেস্কঃ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র চিত্রায়ন হলো নোয়াখালীর মাইজদীর পুলিশ প্রশিক্ষণ কেন্দের মাঠে। তাই দর্শক পর্বে আমন্ত্রণ পেলেন বৃহত্তর নোয়াখালীর সন্তান অভিনেতা-নির্মাতা মাহফুজ আহমেদ ও অভিনেত্রী তারিন। তারা দর্শকদের সামনে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি বক্তব্যধর্মী প্রেমের দৃশ্যে অভিনয় করেন। তাদের সংলাপ ও অভিনয় হাততালি কুড়িয়েছে। এখানে ছিলো প্রায় ২০ হাজার দর্শক। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এবারের পর্বে মূল গান রয়েছে একটি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথা ও বিনোদ রায়ের সংগীতায়োজনে নোয়াখালীকে নিয়ে গানটি গেয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। গানটিতে তার সঙ্গে অংশ নিয়েছেন স্থানীয় একদল শিল্পী। মেহেদীর সংগীতায়োজনে নোয়াখালীর জনি প্রয় ৩টি গানের অংশবিশেষের সমন্বয়ে সাজানো একটি গানের সঙ্গে নেচেছেন স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পী। ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন। নতুন পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আগামী ২৭ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর। একই চ্যানেলে পুনঃ প্রচার করা হবে আগামী ৬ ডিসেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Post a Comment

Previous Post Next Post