বাঙালির ঘরে ঘরে নবান্ন আজ

বাঙালির ঘরে ঘরে নবান্ন আজ
নিউজ ডেস্কঃ আজ ১ অগ্রহায়ণ, হেমন্তকালের প্রথম দিন। এদিনকে বলা হয় নবান্ন। নবান্ন হচ্ছে হেমন্তের প্রাণ। নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয় পিঠা, পায়েস, ক্ষীরসহ হরেক রকমের খাবার; বাড়ির আঙিনা নতুন ধানের মৌ মৌ গন্ধে ভরে ওঠে। সোনালি ধানের প্রাচুর্য আর কৃষক রাশি রাশি ভারা ভারা সোনার ধান কেটে নিয়ে আসে ঘরে। ধান ভাঙার গান ভেসে। কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতিতে অভিভূত হয়ে তার মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন এভাবে...

আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়
হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে।
ফসল নিয়ে কবি জীবনানন্দ দাশ তার কবিতায় বলেছেন,
চারিদিকে নুয়ে পড়েছে ফসল
তাদের স্তন থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল,
প্রচুর শস্যের গন্ধ থেকে -থেকে আসিতেছে ভেসে
পেঁচা আর ইঁদুরের ঘ্রাণে ভরা আমাদের ভাড়ারের দেশে।

শস্যভিত্তিক এই লোক উৎসবে আজ মেতে উঠবে পুরো বাংলা। নতুন ফসল ঘরে তোলা উপলক্ষে বাংলার কৃষকরা এই উৎসবটি পালন করে থাকে।

Post a Comment

Previous Post Next Post