নিউজ ডেস্কঃ সহসাই খুলছে না ফেসবুক, ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে সবচেয়ে বেশি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই খোলা হবে সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলো।