উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ; বার্সায় বিধ্বস্ত রোমা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ; বার্সায় বিধ্বস্ত রোমা
স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে নকআউট পর্ব নিশ্চিত করতে মাত্র ১ পয়েন্টের প্রয়োজন ছিলো লুইস এনরিকের শিষ্যদের। আর সেজন্য মঙ্গলবার রাতে রোমার বিপক্ষে ড্র-ই যথেষ্ট ছিল। কিন্তু ক্যাম্প ন্যুর দৃশ্যটা ছিলো সম্পূর্ণ ভিন্ন। যে মেসি ইনজুরির কারণে গত দুই মাস মাঠের বাইরে ছিলেন তার উপস্থিতিতে বার্সা যেন অন্য এক উচ্চতায় উড়ছিলো। এল ক্লাসিকোতেও শেষ দিকে মাঠে নেমেছিলেন মেসি। অবশ্য গোলের দেখা পাননি। আর দরকারও ছিলো না। নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তারাই রিয়ালের সাথে ব্যবধানটা বাড়িয়ে দিয়েছিলো। কিন্তু গতকাল পুরো ম্যাচেই মাঠে ছিলেন এই আর্জেন্টাইন। অন্যদিকে গত দুই মাস মেসির ইনজুরি সমস্যা দলতে মোটেই টের পেতে দেননি নেইমার-সুয়ারেজ জুটি। কাতালনাদের হয়ে জোড়া গোল করেন মেসি, সুয়ারেজ। গোলের দেখা পেয়েছেন পিকে এবং আদ্রিয়ানো। রোমার হয়ে একমাত্র গোলটি আসে এডেন জেকোর হেড থেকে। ইনজুরি কাটিয়ে দলে ফেরা লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে কাম্প ন্যুতে রোমার বিপক্ষে এই বিশাল জয় পায় কাতালানরা। মেসি-সুয়ারেজ ছাড়া অন্য বাকি গোল দুটি করেন জেরার্দ পিকে ও আদ্রিয়ানো। রোমার পক্ষে একমাত্র গোলটি করেন এদিন জেকো। তবে এই ম্যাচে দলের হয়ে গোলের দেখা পাননি ফর্মের তুঙ্গে থাকা নেইমার জুনিয়র। প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় দানি আলভেজের অ্যাসিস্টে সুয়ারেজ গোল করলে লিড নেয় বার্সা। এর ৩ মিনিট পরেই সুয়ারেজের বাড়িয়ে দেয়া বল থেকে গোল আদায় করেন মেসি। ৪৪ মিনিটে দূরপাল্লার শটে সুয়ারেজ নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করলে ৩-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মেসির সহায়তায় ব্যবধান ৪-০ করেন পিকে। ৫৭ মিনিটেই মাঠ ছাড়েন তিনি। পরিবর্তিত হিসেবে নামেন বারত্রা। ৫৯ মিনিটে নেইমারের পা হয়ে সুয়ারেজের বাড়িয়ে দেয়া বলে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ৭৭ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। তবে, রোমার গোলরক্ষকের রুখে দেয়া বলে ফিরতি শট নিয়ে গোল করেন আদ্রিয়ানো। আর ৮২ মিনিটে পেনাল্টির সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হলেও অতিরিক্ত সময়ে হেড করে একটি গোল পরিশোধ করেন রোমার ফরোয়ার্ড এডেন জেকো। দাপুটে এ জয়ের পর ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে বার্সেলোনা। প্রথম লেগে ইতালি থেকে রোমার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল কতালানরা।

Post a Comment

Previous Post Next Post