স্টাফ রিপোটারঃ ‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুলাউড়ায় শনিবার ০৭নভেম্বর দুপুর ১২ টায় ৪৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সবায় দপ্তরের আয়োজনে জনমিলন কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন, ভাটেরা ইউনিয় চেয়ারম্যান ও অগ্রনী সমবায় ঋনদান সমিতির সভাপতি হাজী সিরাজ মিয়া, কুলাউড়া ইউসিঃ সিঃ লিমিটেডের চেয়ারম্যান ফজলুল হক ফজলূ, মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মঈনুল ইসলাম শামীম ও সাধারন সম্পাদক মুহিম খান, কুলাউড়া প্রেসক্লাব (একাংশের) সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক মাহবুব করিম মিন্টু, উপজেলা ইউসিসি লিঃ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানারা পারভিন ও প্রকল্প কর্মকর্তা আল ফাতুন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সালিক আহমদ ভূইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার লবন ছড়া বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ মুহিবুর রহমান ও হাকালুকি ঋনদান সমিতির সভাপতি মোঃ আব্দুল মালিক প্রমুখ। এ ছাড়া র্যালীতে উপস্থিত ছিলেন কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সংলাপ পত্রিকার স্টাফ রিপোটার মোঃ আব্দুল কুদ্দস । আলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সমবায়ীবৃন্দ ও মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্য সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য র্যালী কুলাউড়া শহর প্রদক্ষিন করে এবং পতাকা উত্তোলন করা। উল্লেখ্য প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত করা হয় ।
