মনি বেগমকে সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান

মনি বেগমকে সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান
খ ক জাফরঃ জাতিসংঘের ৭০তম সাধারন অধিবেশনে যোগদানকারী কুলাউড়ার মনি বেগম কে অাহমদ সোহান সোনালী হাই স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। ২৩ নভেম্বর ২০১৫ সোমবার সকালে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মকবুল রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো: অাব্দুল মালিক 'র পরিচালনায় অনুষ্ঠিত সংম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব অাব্দুল লতিফ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জনাব খালেদ পারভেজ বক্স। সংবর্ধিত ছাত্রী মনি বেগম বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিউ ইয়র্ক অামি দেখে এসেছি।যে শহরে অকাল প্রয়াত কৃতি ছাত্র অাহমদ জে.সোহান লেখাপড়া করেছেন। অামি অধ্যয়নের পাশাপাশি বাল্যবিবাহ বিরোধী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার বিস্তার নিয়েই কাজ করছি।অামার এই কর্মই, অামাকে জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগদানের সুযোগ সৃষ্টি করে দেয়। অামাকে সংবর্ধিত করে এবং শিক্ষা বৃত্তি দিয়ে উৎসাহিত করায়, অাহমদ সোহান সোনালী হাই স্কুলের কতৃপক্ষ ও অাহমদ সোহান ফাউন্ডেশন ইউ.এস.এ 'র নেতৃবৃন্দ কে অামার কৃতজ্ঞতা ও অান্তরিক ধন্যবাদ জানাই। স্কুলের পক্ষ থেকে মনি বেগম কে ক্রেষ্ট প্রদান করাহয়। অাহমদ সোহান ফাউন্ডেশন 'র পক্ষে সহ সভাপতি জয়নাল অাবেদিন মনি বেগম কে নগদ ১৫,০০০/০০ (পনরো হাজার) টাকা শিক্ষা বৃত্তি হিসাবে প্রদান করেন।

Post a Comment

Previous Post Next Post