![]() |
| জয়েই বছর শেষ করতে মাঠে নামছে টাইগাররা |
আমিন জাহানঃ জয় দিয়ে বছর শেষ করতে টি-টোয়েন্টির দ্বিতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা। রবিবার বিকাল ৫টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। নিজেদের হতাশ করা টি-টোয়েন্টি পরিসংখ্যানটাকে একটু সমৃদ্ধ করার সুযোগও বলা যেতে পারে জিম্বাবুয়ের বিপক্ষের আজকের এই ম্যাচটি। এদিকে জিম্বাবুয়ের অধিনায়ক এলিটন চিগুম্বুরা শেষ ম্যাচে জয় নিয়ে ফিরতে চায় দেশে। ২০১৫ সালকে বাংলাদেশের সাফল্যের বলে অভিহিত করা যায়। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা। এরপর দেশের মাটিতে ওয়ানডেতে রীতিমতো অজেয় হয়ে ওঠা। টানা ৩ সিরিজে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিদের হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। এবছর দেশের মাটিতে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে বাংলাদেশ। যার সর্বশেষটি জিম্বাবুয়ের বিরুদ্ধে গত শুক্রবার। অন্যটি পাকিস্তানের বিরুদ্ধে। হার দু’টি এসেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ওয়ানডে সাফল্যের বিবেচনায় কেবল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বাদে অন্য সবার চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ওয়ানডেতে ১৮ ম্যাচ খেলে মাত্র ৫টি হেরেছে টাইগাররা। নিজেদের সংক্ষিপ্ত ক্রিকেট ইতিহাসের সেরা বছরটি জয়ে শেষ করার সুযোগ এবার মাশরাফিদের। কারণ, বর্তমান সূচি অনুযায়ী এবছরে আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা নেই সাকিব-তামিমদের।
