পাঠকের মতামতঃ পৌরসভার সম্বাব্য মেয়র ও কমিশনার প্রার্থীগনের সমীপে খোলা চিঠি

পৌরসভার সম্বাব্য মেয়র ও কমিশনার প্রার্থীগনের সমীপে খোলা চিঠি
=== পাঠকের মতামত ===
সম্মানিত কুলাউড়া পৌরসভার সম্বাব্য মেয়র ও কমিশনার প্রার্থীগন আপনাদের সামনে পৌরসভার কিছু সমস্যা তুলে ধরছি লক্ষ্য করুনঃ
  • যানজট, রাস্তার উপর আবর্জনা তুপ করে ফেলে রাখার কারণে পথচারিদের দুর্ভোগ।
  • শহরে যত্রতত্র গারী পার্কিং, যার কারনে সৃষ্ট দুর্ভোগ। 
  • ফুটপাতে অবৈধ দোকান।
  • কুলাউড়ার বিভিন্ন ডায়গনষ্টিক সেন্টারগুলোতে প্যথলজিস্ট নেই প্রতারিত হচ্ছে মানুষ ।
  • কুলাউড়া রেলওয়ে ষ্টেশন এ টিকেট কালবাজারি।
  • জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্তা নেই এখনও বিভিন্ন ওয়ার্ডে এমন কি দক্ষিন বাজার এ বাজারের ভিতরেও কাপড় গুটিয়ে চলতে হয়।
  • মহিলা কলেজ রোড ও মিলি প্লাজা সহ বিভিন্ন জায়গায় রোমিওদের উৎপাত স্কুল,কলেজ এর মেয়েরা নিরাপদে চলতে পারেনা। 
  • পৌর শহরে  নেই বিনোদনের প্ররযাপ্ত ব্যবস্থা।
  • চুরি, ডাকাতি, ছিনতাই, অবৈধ মাদক ব্যবসা।
  • তাছাড়া পৌর ত্রলাকার জায়গা দখল করে সবজি চাষ ত্রসবই আজ প্রশ্নবিদ্ধ। 
এখনি সময় আপনারা একটি উন্নত নগরি গড়ার লক্ষ্য আপনাদের ভবিষ্যত পরিকল্পনা প্রকাশ করুন আমরা আপনাদের সফলতা কামনা করি।

Post a Comment

Previous Post Next Post