স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের উদ্যোগে ও কাতার প্রবাসী হারুনুর রশীদ আইয়ুব এর অর্থায়নে ১০ টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকালে সীমান্তের ডাক কার্যালয়ের
সম্মুখে টিলাগাও ইউনিয়নের ছমির মিয়া,পৃথিপাশা
ইউনিয়নের ইউসুফ আলী,কর্মধা ইউনিয়নের মোঃ
মনির মিয়াকে এক বান্ডিল করে ঢেউ টিন প্রদান
করায় হয়। ঢেউটিন প্রদানকালে উপস্থিত ছিলেন
কর্মধা ইউপি চেয়ারম্যান আব্দুস সহিদ
বাবুল,সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলীর
ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু,রাশিদ
আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
প্রবাসী কমিউনিটি নেতা লোকমান হোসেন
আনু,সাংবাদিক সমিতির সভাপতি প্রভাষক
মাঞ্জারুল হক,সহ-সভাপতি বিশ্বজিৎ দাস,সাধারণ
সম্পাদক মো. নাজমুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক
শরীফ আহমেদ,সাংগঠনিক সম্পাদক জসিম
চৌধুরী,কোষাধ্যক্ষ শাহ আলম শামীম, তথ্য প্রযুক্তি
সম্পাদক ও দৈনিক সকালের খবর প্রতিনিধি সাইদুল
হাসান সিপন,দৈনিক উত্তরপূর্ব কুলাউড়া
প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুস,সাংবাদিক সমিতির
নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন,শহীদুল ইসলাম
তনয়,সৈয়দ আশফাক তানবীর,সদস্য নাজমুল বারী
সোহেল,ব্যবসায়ী নির্মলেন্দু ভট্রাচার্য্য
পান্না,উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শামছুল
ইসলাম, সীমান্তের ডাকের পৃথিমপাশা প্রতিনিধি
রাজু আহমেদ,শিক্ষার্থী সিদ্দিকুর রহমান,রুহুল
আমিন,আল আমিন প্রমুখ। উল্লেখ্য, গত ১২ ও ১৯
নভেম্বর বিকালে কুলাউড়া পৌরসভা তারা মিয়া,
শরাফত আলী,কাদিপুর ইউনিয়নের গোলাপি বেগম ও
জয়চন্ডী ইউনিয়নের উষা রাণী বৈদ্য,বরমচাল
ইউনিয়নের কুটি মিয়া,ব্রাহ্মনবাজার ইউনিয়নের
পিয়ারুন বেগম,রাউৎগাঁও ইউনিয়নের আনোয়ারা
বেগমকে ১ বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।