আমিন জাহানঃ কোনো ইনজুরি সমস্যা ছাড়াই পূর্ণ শক্তি নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দেড়টায় সান্তিয়াগো বার্নাবুতে শুরু হবে ম্যাচটি। এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন মাদ্রিদ অধিনায়ক ও ডিফেন্ডার সার্জিও রামোস, প্লেমেকার হামেস রদ্রিগেস ও স্ট্রাইকার করিম বেনজেমা। আর তাই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত এই দুই দলের লড়াইয়ে একটু নিশ্চিন্ত থাকতে পারে রাফায়েল বেনিতেজের দল। অন্যদিকে পিএসজির তেমন কোনো চোট সমস্যা নেই। মৌসুমের শুরু থেকে জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানিদের দারুণ পারফরম্যান্সে অদম্য হয়ে ওঠা দলটিতে ফর্মে ফিরেছেন রিয়ালের সাবেক তারকা অ্যাঞ্জেল দি মারিয়া।
