আগামীকাল শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি জিম্বাবুয়ে-বাংলাদেশ

আগামীকাল শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি জিম্বাবুয়ে-বাংলাদেশ
আমিন জাহানঃ বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে ২ দল। বাংলাদেশ সময় বিকাল ৫ টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে আছে টাইগাররা। তাই ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের। মাশরাফি বিন মুর্তজার দলের সাফল্যের তালিকায় যোগ হবে আরো একটি সিরিজ জয়ের অর্জন। এর মধ্যে টানা ৫ সিরিজ জিতেছে টাইগাররা। প্রত্যেকটি ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি খেলাটায় ততো সাবলীল যে নয় বাংলাদেশ, তার স্পষ্ট প্রমাণ ছিল প্রথম ম্যাচের ব্যাটিংয়ে। ম্যাচের শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়ার জন্য তেমন স্কোর করা খেলোয়াড় পাওয়া যায়নি। তবে চাপ সামলে নিতে জানে বাংলাদেশ। সেটাও দেখা গেছে শেষের ব্যাটিংয়ে। দলের টার্গেট এখন প্রথম ওয়ানডের চেয়ে আরো সহজ করে দ্বিতীয় ম্যাচটা জেতা। সিরিজ জেতা। আর এই ম্যাচ জিতলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৪তম ম্যাচ জয় হবে টাইগারদের।

Post a Comment

Previous Post Next Post