আমিন জাহানঃ একতা,সমৃদ্ধি,সাফল্য এই তিন মূলমন্ত্রকে ধারণ করে কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন "সোস্যাল কেয়ার অব নেশন" এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ০৫/১১/২০১৫ ইং রোজ বৃহঃবার সন্ধ্যা ৭ ঘটিকায় কুলাউড়ার একটি অভিজাত রেস্টুরেন্টে পালিত হয়। সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি জামিল আহমেদ চৌঃ এর সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জ্বলের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ শামীম আহমদ, তৈয়বুন্নেছা খানম ডিগ্রি কলেজের প্রভাষক স্বপন কুমার দাস, ডাঃ হেমন্ত পাল, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সেলিম আহমদ, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা শহীদুল ইসলাম তনয়, কামরাঙ্গা'র সম্পাদক কামরুল হাসান, লিটল স্টার একাডেমির পরিচালক মোঃ জসিম উদ্দিন চৌঃ, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোঃ সুহেল খান, রবির বাজার ক্লাবের সভাপতি ময়নুল ইসলাম পংকি, মানব ঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, দৈনিক সংবাদ প্রতিদিন ও মানবঠিকানার স্টাফ রিপোর্টার সৈয়দ আশফাক তানভীর,সাপ্তাহিক সীমান্তের ডাকের প্রতিনিধি রাজু আহমেদ, ব্যবসায়ী আব্দুল হান্নান অপু ও কাঞ্চন দাস । এছাড়াও উপস্থিত ছিলেন সোস্যাল কেয়ার অব নেশনের সহ সম্পাদক খায়রুল কবির জাফর, সাংঠনিক সম্পাদক সৈয়দ আনিসুল ইসলাম, সাবেক সভাপতি সোহেল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, সদস্য- আবু রোম্মান চৌঃ, আসিকুল ইসলাম বাবু, সৈয়দ আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম আরিফ, নাঈদ খান নয়ন ও আব্দুল মুনিম সাজেদ প্রমুখ।