ছাত্রদল নেতা আবদুল আহাদ খান জামালগ্রেফতার

ছাত্রদল নেতা আবদুল আহাদ খান জামালগ্রেফতার
নিউজ ডেস্কঃ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সাবেক সহ সভাপতি আবদুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাত (রবিবার দিবাগত রাত) পৌণে ১টার দিকে নগরীর মিরাবাজারস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রদল নেতা আবদুল কাইয়ূম জানান- রবিবার দিবাগত রাতে যৌথ বাহিনীর সদস্যরা আবদুল আহাদ খান জামালের বাসা ঘিরে ফেলে। এসময় ছাত্রদল নেতা জামাল বাসায় ছিলেন। পরে বাসা থেকে জামালকে গ্রেফতার করে কোতোয়ালী থানার উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ। সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ ছাত্রদল নেতা আবদুল আহাদ খান জামালকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাত ১টার দিকে বলেন- জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post