কুলাউড়া বিদ্যুৎ সাবস্টেশনে আগুন, দগ্ধ ১

কুলাউড়া বিদ্যুৎ সাবস্টেশনে আগুন, দগ্ধ ১
কুলাউড়া বিদ্যুৎ সাবস্টেশনে আগুন, দগ্ধ ১ --- (ফাইল ছবি)
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডে এক লাইনম্যান দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় সাবস্টেশনের ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আহত পাম্প অপারেটর ফখরউদ্দিনকে সংকটাপন্ন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ওই সাবস্টেশনের লাইনম্যান আব্দুল মজিদ বলেন, সন্ধ্যা ৭ টার দিকে লাইনে কাজ করার সময় ট্রান্সফর্মারে আগুন লাগে। এতে ফখরউদ্দিন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় বলে জানান মজিদ। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বলেন, আগুন দগ্ধ ফখরকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশক ইনচার্জ মোবারক হোসেন জানান, “খবর পেয়ে প্রায় ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আর দগ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

Post a Comment

Previous Post Next Post