আমিন জাহানঃ কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন ২০১৫/১৬ মৌসুমকে সামনে রেখে ২য় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে। এজন্য সকল ক্রিকেটারদেরকে আগামী ১৫ নভেম্বর ২০১৫ ইং হতে ২০ নভেম্বর ২০১৫ ইং তারিখ পর্যন্ত কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত নতুন প্লেয়ারদের রেজিস্ট্রেশন ও পুরাতন প্লেয়ারদের নবায়ন করার জন্য আহ্বান করেছেন ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক রফি আহমদ তানিম। রেজিস্ট্রেশন বাবদ দুইশত টাকা ও নবায়ন ফি বাবদ একশত টাকা নির্ধারন করা হয়েছে। উল্লেখ্য রেজিস্ট্রেশন ও নবায়ন ছাড়া কোনো খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহন করতে পারবে না।
